ব্রডিল সিরাপ :-

ব্রডিল সিরাপ কাশি হাঁপানি এবং ব্রঙ্কাইটিস  রোগের প্রতিরোধ হিসাবে কাজ করে থাকে। 


কাশির তীব্রতার উপর নির্ভর করে প্রাপ্ত বয়স শিশুদেরকে সেবনের নীতি নির্ধারণ করা হয়ে থাকে। 



medicine


শিশুদের ব্রডিল সিরাপ খাওয়ার নিয়ম :-


প্রাপ্তবয়স্ক দৈনিক ৩ বার ২-৩ মি.গ্রা:

শিশুদের ক্ষেত্রে :দৈনিক ১ চা চামুচ ৩ বেলা খেতে পারে।


সতর্কতা :তিন বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার প্রযোজ্য না। 


ব্রডিল সিরাপ পার্শ্ব প্রতিক্রিয়া :


ঘুম ঘুম ভাব 

ক্লান্তি /বমি 

দুর্বলতা 

রক্তস্বল্পতা 

কোষ্ঠকাঠিন্য 

মুখ শুকনো হওয়া 



গর্ভ অবস্থায় ব্রডিল সিরাপ সেবন করা কি উচিত? 


না। 

এটি সেবন করলে অনেক সময়ে ভ্রন নষ্ট হতে পারে। গর্ভাবস্থায় এটি সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ কাজ হবে।তবে এটি সেবনের জন্য  এজন্য আপনাকে সঠিক ডাক্তারের পরামর্শ নিতে হবে । 




ব্রডিল সিরাপ  ১০০ মিলির দাম কত?

ব্রডিল লিভো সিরাপ 

১ মি.গ্রা./৫ মি.লি.

এ সি আই লিমিটেড 


50ml Bottle  :32৳

100 ml Bottle : 50৳


ব্রডিল লিভো ট্যাবলেট 


১ মি.গ্রা. 

এ সি আই লিমিটেড

প্রতি পাতার দাম ১১ টাকা